অভয়নগরে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৮:২৬ পিএম

যশোরের আভয়নগর উপজেলায় ফিলিস্তিনিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের পুরাতন বাস স্টান্ডের যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নির্দিষ্ট সময়ে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন সেøাগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। 
নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজন বিশ্বাস, শাহ্ সেকেন্দার, মোস্তাক আহমেদ স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ কামাল জিতু, সাংগঠনিক সম্পাদক খান ইমরান, সোহানুর রহমার প্রান্ত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৌরভ দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারেক জামিল, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ রিয়াজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জগন্নাথ চক্রবর্তী, সদস্য ইবনে রাহাত প্রমুখ। এসময় অনান্য অঙ্গসংগঠনের নতা কমৃীরা উপস্থিত ছিলেন।

আরএস