ভালুকায় বসত বাড়ীতে আগুনে পুড়ল ২০টি ঘর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৯:০২ পিএম

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় আব্দুর রহমান ঢালীর ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টার এলাকায় ওয়াল্টন প্লাজার পিছনে আব্দুর রহমান ঢালীর বাড়া বাড়িতে শনিবার (২১ অক্টোবর) সকাল পৌনে এগারটার দিকে একটি ঘরে আগুন লাগে এবং তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে যায়, পরে ভালুকা সার্ভিস খবর পেয়ে তিনটি ইউনিটের  পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় বাড়ির ২০টি ঘর পুড়ে যায়। এই অগ্নিকান্ডে ২০টি ঘর ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোতে স্থানীয় বিভিন্ন মিলের শ্রমিকরা ভাড়া থাকত। শ্রমিকদের ওই সব ঘরে থাকা ফ্রিজ, টিভি, আসবাবপত্র পুড়ে গিয়ে তারা এখন নিঃস্ব।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্ট্যাশন অফিসার আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের পৌনে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, আগুন সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের জানা যাবে।

আরএস