লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৪:২১ পিএম

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মিলন পাটোয়ারী(৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার(২৩ অক্টোবর) লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মিলন পাটোয়ারী লালমনিরহাট পৌরসভার বিডিআর রোড এলাকার বাসিন্দা। তিনি তিস্তা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের ছোট ভাই।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাষ্টার নুর নবি জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে পৌছনোর মুহুর্তে স্টেশনে ট্রেনটিতে কাটা পড়ে মারা যান মিলন পাটোয়ারী। লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যোগাযোগ সচল করেছে।

এআরএস