ভৈরবে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারাভিযানের পর ট্রেন চলাচল স্বাভাবিক

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৯:৫৪ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার ৮ ঘণ্টা উদ্ধারাভিযানের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা-সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে পার করে।

রাত ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্য ট্রেনও এখন চলাচল করবে।’

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় উল্টে যাওয়া তিনটি বগি লাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর পরই উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

উল্লেখ্য, সোমবার বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অনেকে নিহত-আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এআরএস