বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা তিনদিনের হরতাল ও অবরোধ চলছে। তবে কক্সবাজার বাসটার্মিনাল, বার্মিজ মার্কেট ও প্রধান সড়কের কোথাও বিএনপি-জামায়াতের পিকেটিং বা তাদের কোনো নেতাকর্মীকে সকাল থেকে এ পর্যন্ত মাঠে দেখা যায়নি।
তাদের এ হরতালে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্দেশে কক্সবাজার পৌর যুবলীগের সভাপতি ডালিম ও সাধারণ সম্পাদক শাহেদ এমরানের নেতৃত্বে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহরের বার্মিজ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদু ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি আরিফুল মাওলা, যুবলীগ নেতা জাহিদ ইফতেখারসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগসহ সহযোগী সংগঠনের লোকজন শহরের প্রধান সড়ক বার্মিজ মার্কেট এলাকায় শক্ত অবস্থান রয়েছে।
অপরদিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র্যাব-১৫ ও বিজিবির বিভিন্ন টিম, জেলা পুলিশসহ থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে।
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল কম দেখা যায়। তবে শহরে চলছে প্রতিদিনের মত যানবাহন চলাছল স্বাভাবিক রয়েছে৷
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ আমার সংবাদকে বলেন, আমরা শক্ত অবস্থানে রয়েছি।
এআরএস