হামলাকারী হারুন গ্রেপ্তার

উগ্রবাদী হামলায় জামায়াতের পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান নিহত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০১:৩২ পিএম

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান উগ্রবাদীর অতর্কিত হামলায় নিহত হয়েছেন। 

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৯ টার দিকে পায়রাবন্দ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য উদ্যত হলে পাশে দাড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছ ব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে চেয়ারম্যান মাহবুবার রহমান মাহবুবের গলায় কোপ দেয়। তাৎক্ষণিক গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান চেয়ারম্যান মাহবুবার রহমান মাহবুব।

বাজারে অবস্থানরত স্থানীয়রা ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও হামলাকারীকে আটক করে। চেয়ারম্যানকে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে শত শত মানুষ। 

এসময় স্থানীয় জনতা দাবী তোলে যতক্ষণ হামলাকারী কিজন্য হামলা করেছে এ ব্যাপারে জানাবে না। ততক্ষণ হামলাকারীকে নিয়ে যেতে দেয়া হবে না। প্রশাসনের সঙ্গে ২ ঘন্টা পাল্টা পাল্টি তর্ক বিতর্কের পর ন্যায্য বিচারের আশ্বাসে হামলাকারীকে আইনের হাতে সোপর্দ করেন তারা। ঘটনাস্থলে চেয়ারম্যান নিহত হওয়ার খবরে কান্নার রোল পড়ে যায়।

এদিকে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসে মিঠাপুকুর রংপুর পীরগঞ্জের এএসপি ডি সার্কেল আবু হাসান মিয়া, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। মিঠাপুকুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীকে নিয়ে যেতে সক্ষম হয় মিঠাপুকুর থানা পুলিশ।

ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব একজন সদালাপী ভালো মনের মানুষ ছিলেন। উগ্রবাদী হারুন তাকে কেন? কি কারনে হামলা করেছে তা জানা যায়নি।

এইচআর