ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৩:৩৪ পিএম

রাজবাড়ীর কালুখালীতে ঢাকাগামাী সকল ট্রেনের স্টপেজের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, কালুখালী দাখিল মাদরাসার সুপার মাওঃ আবু নূর মো. ইমরাত আলী খান, কালুখালী বহুমূখী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিহাবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, নুরুল ইসলাম রামেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কালুখালী জংশন স্টেশন মাষ্টারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্বারকলীপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে। মানববন্ধনে বক্তারা পুরো জেলায় শুধুমাত্র রাজবাড়ী স্টেশনে স্টপেজ থাকায় কালুখালী জংশনে স্টপেজ দেবার দাবী জানান।

এইচআর