বাউয়েটের সঙ্গে রবি আজিয়াটা’র সমঝোতা চুক্তি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০১:০৪ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর সিএসই বিভাগ এবং রবি আজিয়াটা লিমিটেড এর সাথে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.) উপস্থিতিতে আইকিউএসি এর পরিচালক ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন‌ রবি আজিয়াটা লিমিটেড এর ইনোভেশন এন্ড ব্রান্ডেড ডিজিটাল সার্ভিসেস, ভ্যআস এন্ড নিউ বিজনেস মার্কেট অপারেশন্স এর জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোছা আসমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক অনন্যা সরকার এবং অধ্যাপক ওমর ফারুক। রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল কমার্স অপারেশন্স ম্যানেজার তাহমিদ মোহাম্মদ ইকবাল, বিডি অ্যাপস, হেড অব বিজনেস মোঃ আলতামিস নাবিল, বিডি অ্যাপস, অপারেশন ম্যানেজার, শাহেদ সাদ উল্লাহ, রিজিওনাল অপারেশনস, মাহির আসিফ প্রমুখ।

উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার জন্য চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময়, বিশেষজ্ঞ মতামত, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ইন্টার্নশিপ, প্রমোশনাল কার্যক্রম এবং চাকরির ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

এআরএস