শরণখোলায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৫:০৫ পিএম

বাগেরহাটের শরণখোলায় সোনিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উত্তর কদমতলা গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সাদ্দাম হোসেন হাওলাদার (৩৫) পলাতক রয়েছেন।

নিহত সোনিয়া বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের মেয়ে। ৫ থেকে ৬ বছর আগে শরণখোলার উত্তর কদমতলা গ্রামের মৃত রহমান হাওলাদারের ছেলে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় তার। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী সাদ্দাম হোসেন পরকীয়ায় আসক্ত। এনিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায় সোনিয়া বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই আল-আমীন হাওলাদার বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী সাদ্দাম হোসেন হাওলাদারের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। পলাতক সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআরএস