রাঙ্গামাটিতে শুদ্ধাচার কৌশল বিষয়ক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৪:১৭ পিএম

রাঙ্গামাটিতে জনগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।

সভায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এইচআর