ধান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ১১:৪৭ এএম

দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছে ট্রাকটির চালক।

শনিবার দিবাগত রাত ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার কাহরোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসার সময় রাত ২টায় পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি হেলমেট পড়ে এসে ট্রাকের সামনে ঢিল ছোড়ে। এ সময় ট্রাকটির গতি একটু কমলে তারা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।

ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম আহত হয় ও পেট্রোল বোমার আগুনে চালক আনিস রহমানের ডান পা কিছুটা পুড়ে গেছে। এ ছাড়া পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের অংশ ও ধান পুড়ে গেছে।

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত চালক ও হেলপারকে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এআরএস