সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০৩:১৫ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত হাসান তারেক। ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হাসান তারেক (২৪) নামে নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার মেখল ইউনিয়নের ২নং ওয়ার্ডের জান আলী চৌধুরী বাড়ীর সামনে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসান তারেক মেখল ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার গিয়াস উদ্দীন চেয়ারম্যান বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র।

জানা যায়, নিহত তারেক সকালের দিকে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়। কর্মস্থলে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে মহাসড়কের উপরে রাখা নির্মাণ সামগ্রী ইট ও বালির স্তুুপ অতিক্রম করার সময় রাঙ্গামাটি মুখী মাছবাহী একটি পিকআপ তাকে পেছন দিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোহাম্মদ হাসান তারেক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত তারেক চারমাস আগে বিয়ে করেছেন।

এবিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, দুর্ঘটনা ঘটিয়ে পিকআপটি পালিয়ে যায়। ঘাতক পিকআপকে আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এআরএস