হেলমেট না পরলে চলবে না মোটরবাইক!

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৪:২৬ পিএম

সড়কে শৃঙ্খলা আনা, দূর্ঘটনা প্রতিরোধ করা ও ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে, হেলমেট ছাড়া সড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে ঘোষণা দিয়েছে গুইমারা থানা পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় নিরাপদ সড়ক ঘটনের প্রচেষ্টার অভিযান পরিচালনা করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন।

এ সময় তিনি বলেন, সড়কে মোটরসাইকেল চললে হেলমেট ব্যবহার করতে হবে। পেট্রোল পাম্পগুলোতে হেলমেট ছাড়া তেল দিতে নিষেধাজ্ঞা রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি প্রতিরোধ ও নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে পুলিশ কাজ করছে। 

যারা জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তার ক্ষেত্রে বাধা, যারাই আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

অভিযানে আটককৃত হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

এইচআর