১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৪:০৪ পিএম
ছবি: আমার সংবাদ

ভোলা জেলার দক্ষিণ আইচায় ডাকাতি ও অস্ত্র মামলায় ৩৯ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহম্মদ (৪৫) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ বছর পালিয়ে থাকার পর আসামিকে তার বাড়ির পাশে বেড়িবাঁধের রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করে।

নুর মোহাম্মদ চরমানিকা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড়ের বেলায়েত হোসেন ওরফে( বুলু মাঝির) ছেলে। তাকে ডাকাতি মামলায় আদালত ২৫ বছর ও অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ১২ বছর পলাতক ছিলেন।

[271557]

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার  (ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, আসামি নুর মোহাম্মদ দীর্ঘদিন পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জিআর-১৮৮/১১ ও ১৯০/১১ মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে আরো ১৪৩/১১ বন আইনে একটি মামলার রয়েছে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) তাকে আদালতে  সোপর্দ করা হয়েছে।

এআরএস