গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ৪০০ ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।
বুধবার বেলা ১২টায় পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ডাস্টবিন হস্তান্তর করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. মঈনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
পৌর প্রশাসক মো. মঈনুল হক বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অনেক সময় যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নোংরা করে ফেলে। তাই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করতে প্রতিটি বিদ্যালয়ে ৫টি করে ডাস্টবিন দেওয়া হয়েছে। এতে শিশুরা ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে শিখবে এবং সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারবে।”
ইএইচ