নৌকার ভোট পুনঃগণনার দাবি

সরিষাবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৫:৫৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকার ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন এ আসনের নৌকা মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

এছাড়াও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ট্রাক প্রতীকে জাল ভোট, রেজাল্টশিট জালিয়াতি করে ফলাফল, নৌকার এজেন্টদের মারধর, আ‍‍`লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দাসহ পুনঃনির্বাচন অথবা পুনঃগণনার দাবি জানান।

মঙ্গলবার সকালে শিমলাবাজার বাসস্ট্যান্ড স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল মো. আব্দুর রশিদ নির্বাচনী হলফনামায় তথ‍্য গোপনসহ বিএনপি-জামায়াতের ভোটারদের সাথে কালো টাকার মাধ‍্যমে ট্রাক মার্কায় ভোট কালেকশন, বহিরাগতদের দিয়ে গণহারে সিল মারা এবং প্রশাসনিক কারিশমায় ভোট গণনা নয় ছয় করে ট্রাক প্রতীকে বেশি ভোট দেখিয়ে নৌকাকে পরাজিত করা হয়।

তথ‍্য গোপন করায় ট্রাক প্রতীকের প্রার্থীতা বাতিল এবং পুনঃভোট গ্রহণ অথবা পুনঃগণনার জন‍্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন ও দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলের দ্রুত সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

এইচআর