নিপাহ ভাইরাসে ঈশ্বরদী পৌর মেয়রের ভাতিজার মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৮:১৪ পিএম

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথার ভাতিজা খোকন মালিথা (৫৭) এর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রুস্তম আলী মালিথার চতুর্থ পুত্র এবং সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মালিথার ভাই।  

বুধবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোকনের  প্রাণহানি ঘটে।

মৃত খোকনের চাচাতো ভাই  ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা ঘটনা নিশ্চিত করে জানান, গত ৯ জানুয়ারি খোকন মালিথার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীতে নেওয়া হয়।

সেখানেই নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধরা পড়লে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মৃত্যুবরণ করে।

এইচআর