সরিষাবাড়ীতে ৪‍‍`শ লিটার মদ উদ্ধার

সরিষাবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৫:৪৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১‍‍`শ লিটার মদ ও ৩‍‍`শ লিটার মদ তৈরির উপকরণসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার সুইপার কোলনীতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় চারজন হলেন স্বপন বাসফোর (৪০), লাল পরী বাসফোর (৩৫), রানী বাসফোর(৫৭), রানী বাসফোর (৪৫)।

মৃত রতন বাসফোরের বাড়ি থেকে সর্বমোট দেশীয় তৈরী চোলাই মদ ১০০ লিটার যার মূল্য ৫০ হাজার টাকা এবং জাওয়া (ওয়াশ) ৩০০ লিটার যার মূল্য ৪৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় অপর আসামি সুমান বাসফোর(৪৫) ও খোকন বাসফোর(৩০)  পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দেশীয় তৈরী চোলাই মদ উৎপাদনের উপকরন ও চোলাই মদ বিক্রয়ের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/২৪(খ)/৩৭/৪১ ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলাটি তদন্ত অব্যাহত আছে।

এইচআর