পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী শেখ কামাল স্মৃতি সংসদ

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৮:২১ পিএম

যশোরের অভয়নগরে পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে’র তৃতীয় খেলা সম্পন্ন হয়েছে। খেলায় খুলনা শেখ কামাল স্মৃতি সংসদ ৪-১ গোলে বিকেএসপি একাডেমি খুলনাকে হারিয়ে জয়ী হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার নির্ধারিত  সময়ে খেলা শুরু হয়।

প্রথমার্ধের ও দ্বিতীয়ার্ধের কোন পক্ষে গোল না করায় গোলশুন্য অবস্থায় খেলাটি টাই ব্রেকারে খেলা শেষ হয়। এসময় শেখ কামাল স্মৃতি সংসদ ৪-১ গোলে বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। সেরা খেলোয়াড় হিসেবে শেখ কামাল স্মৃতি সংসদের গোলরক্ষক আমীরকে পুরস্কৃত করা হয়।

আজ বুধবার টুর্নামেন্টের চতুর্থ খেলায় গোপালগঞ্জ ফুটবল একাদশের মুখোমুখি হবে রাজবাড়ী ফুটবল একাদশ। 
 
এইচআর