কুষ্টিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৩:৫৪ পিএম

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি লিটন ওরফে কানা লিটন (৪৫) ও এক মাসের সাজাপ্রাপ্ত আসামি কারিবুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানার নেতৃত্বে রবিবার রাতে এসআই মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানাধীন পোড়াদহ রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া সদর থানাধীন শেখ রাসেল হরিপুর ব্রিজের নিচে আলাদা আলাদা দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার লিটন ওরফে কানা লিটন কুষ্টিয়া শহরের কোটপাড়া সুখনগর বস্তি এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে ও কারিবুল ইসলাম কুষ্টিয়া শহরের তিতুমীর সড়ক এলাকার বিশু ওরফে আব্দুল জব্বারের ছেলে। 
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিল তবুও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ