হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৭:৩৭ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে মালিক পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দি দীঘি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম সহকারী পরিচালক নুর হাসান সজিবের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান শেষে দৈনিক আমার সংবাদকে আবু রায়হান বলেন, নন্দি দীঘি সংলগ্ন পূর্ব পাশের একটি পুকুর ভরাট করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে ৫৫ শতক পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের আর্থিক জরিমানা করা হয় এবং পুকুরটি পুনরায় খননের নির্দেশনা দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, ভূমি অফিস ও মডেল থানার পুলিশ সহায়তা করেন। মালিকপক্ষ বলেন, পুকুর ভরাট নয় পোনা উৎপাদনের জন্য পুকুরের গভীরতা কমিয়ে আনা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি নেয়া হয়নি।

এই্চআর