ফরিদপুরে ফুলেল শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৬:৫৬ পিএম

দৈনিক রুপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা। পরে প্রেসক্লাব চত্বরে তার জন্য দোয়া করা হয়।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে লায়েকুজ্জামানের লাশবাহী গাড়ি ফরিদপুর প্রেসক্লাবে এসে পৌঁছায়।

এ সময় ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে তার লাশবাহী গাড়ি রাজবাড়ী উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে তার শ্বশুরালয়ে তাকে দাফন করা হবে।  

এর আগে শনিবার সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লায়েকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামে।

তিনি ঢাকায় দৈনিক সকালের খবর, দৈনিক মানবজমিন, দৈনিক কালেরকণ্ঠসহ বেশ কিছু জাতীয় পত্রিকায় কাজ করেছেন।

সর্বশেষ দৈনিক রুপালী বাংলাদেশ নামে একটি প্রকাশিতব্য পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এছাড়া লায়েকুজ্জামান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। একই সাথে ঢাকায় কর্মরত ফরিদপুর জেলার সাংবাদিকদের সংগঠন ফরিদপুর জার্নালিস্ট ফোরামের (এফজেএফডি) প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

ইএইচ