চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২০২৫ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে অনন্য রেকর্ড অর্জন করেছে। বছর ব্যাপী নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংএ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমসের কলম বিরতি, সাম্প্রতিক এনবিআর শাটডাউন, পরিবহণ ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মত বাধাগ্রস্ত হয়। তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা-বিপত্তি উপক্ষো করে বিগত অর্থবছরের তুলনায় আরো অধিক সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেছে।
চলতি অর্থবছর শেষে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩২,৯৬,০৬৭ টিইইউস যা বিগত অর্থবছরের তুলনায় ১,২৭,৩৭৭ টিইইউস বেশি।
এছাড়াও একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩,০৭,২৪,৭৮৩ লক্ষ মেট্রিকটন এবং আগত জাহাজের সংখ্যা ছিল ৪০৭৭টি। এ সাফল্যের মূলে রয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশনা, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডের সদস্যবৃন্দের নিরলস তদারকি ও বন্দরের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা।
এছাড়াও বন্দরের অটোমেশন সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এ সাফল্যের উল্লেখযোগ্য অংশ। একইসাথে বন্দর ব্যবহারকারীদের আন্তরিক প্রচেষ্টা, দ্রুত কন্টেইনার ডেলিভারি নেওয়ার প্রবণতা, বন্দরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করাসহ তাদের সার্বিক সহযোগিতা এ সফলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তবে অর্থবছরের শেষের ২/৩ দিন এনবিআরের শাটডাউন না থাকলে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা ৩.৩ মিলিয়ন ঘরে ঠেকত।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমন সাফল্যে নিঃসন্দেহে দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২০২৪ অর্থবছরের ৩১,৬৮,৬৯০ টিইইউস কন্টেইনার ও ২০২২-২০২৩ অর্থবছরের ৩০,০৭,৩৭৫টি ইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল।
চট্টগ্রাম বন্দর এ অর্জনে জন্য বন্দরের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ যথা নৌপরিবহণ মন্ত্রণালয়, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং কাস্টমস কর্তৃপক্ষ, বন্দরের শ্রমিক, কর্মকর্তা/কর্মচারী, অংশীজন বিশেষত আমদানী-রপ্তানীকারক, কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট, বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটর, ফ্রেইট ফরওয়ার্ডার, এফবিসিসিআই, সিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল সংগঠনের অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
ইএইচ