কালিয়াকৈরে চোলাই মদপানে ২ জনের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ০৬:৫৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে চোলাই মদপানের একদিন পর বিষক্রিয়া দুই মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আজিবর মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)।

তারা বর্তমানে কালিয়াকৈর পৌরসভার পূর্বসুন্দরা সরকারবাড়ি এলাকায় দুলাল উদ্দিন সরকারের কলোনিতে ভাড়া থেকে স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।  

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইএইচ