বেইলি রোড ট্র্যাজেডি: স্ত্রী-কন্যাসহ নিহত কাস্টমস কর্মকর্তার জানাজা সম্পন্ন

রামু (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০৫:০১ পিএম

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অকালে ঝরে পড়া কক্সবাজারের উখিয়া হলদিয়া পালংয়ের বাসিন্দা শুল্ক কর্মকর্তা শাহ জালাল ও তার স্ত্রী-সন্তানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় কক্সবাজারের মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শোকার্ত মানুষের ঢল নামে।

জানাজা পূর্বে তাদের আলোকিত জীবন নিয়ে স্মৃতিচারণ করেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি, নিহত শাহ জালালের পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া  উপজেলা সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলার প্রখ‍্যাত আলেমেদ্বীন  মাওলানা আবুল ফজল, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন, শাহ জালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস, শাহজালালের শ্বশুর রামু ফতেখাঁরকুল শ্রীকুল গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মোক্তার আহমদ হেলালী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী ও পরিবারের সদস্যরা।

জানাজা শেষে মরিচ‍্যা জামে মসজিদের কবরস্থানে শুল্ক কর্মকর্তা শাহ জালাল, তার স্ত্রী মেহেরুন্নেছা মিনা ও একমাত্র মেয়ে ফাইরুজ কাশেম জামিরার দাফন সম্পন্ন করা হয়।

ইএইচ