বরিশালে ৬১ জেলের জেল-জরিমানা

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ১১:৪০ এএম

মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে জেলার হিজলা উপজেলা থেকে ৬১ জন জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র‌্যাব-৮ ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে সরকারি নিষিদ্ধ চলাকালীন সময়ে মাছ ধরার অপরাধে ৬১ জন অসাধু জেলেকে আটক করা হয়েছে।

পরে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ৬১ জনের মধ্যে সাতজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৫২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এআরএস