বীর মুক্তিযোদ্ধা কাজী শহিদুল বাতেনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৮:৩০ পিএম

জাতীয় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক তাহমিনা আক্তারের স্বামী বীর মুক্তিযোদ্ধা কাজী শহিদুল বাতেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কাজী শহিদুল বাতেন মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকার খিলগাঁও সাত-ইল জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর দুইটায় গ্রামের বাড়ি গোয়ালন্দের কাঁচরন্দ আকিরুননেছা ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় তার কফিনে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানান গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাশরুল আলমসহ চৌকস পুলিশ সদস্যরা সম্মাননা জানান। তার জানাজায় গোয়ালন্দ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্যাসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কাজী শহিদুল বাতেনের স্ত্রী তাহমিনা আক্তার জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ফলাফল পত্রিকার নির্বাহী সম্পাদক।

তাহমিনা আক্তার জানান, কাজী শহিদুল বাতেন বেশ কিছুদিন ধরে লিভার সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান।

ইএইচ