নেত্রকোণায় দুটি গরুসহ চোর আটক

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৪:২০ পিএম

নেত্রকোণায় বিশেষ অভিযানে চুরিকৃত দুইটি গরু উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, কলমাকান্দা গ্রামের আলামিন (৪২) ও কলমাকান্দা থানাধীন হাঁপানিয়া এলাকার কালামিয়া (৫২)।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নেত্রকোণা সদর উপজেলার বর্ণী এলাকার ফারুক আহম্মেদের গোয়াল ঘর থেকে গত ৩০ মার্চ রাতে দুটি গাভি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুক আহমেদ বাদী হয়ে মডেল থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ‍‍`র দিকনির্দেশনায় চুরিকৃত গরু উদ্ধারে মাঠে নামে মডেল থানা পুলিশ।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র কালামিয়া (৫২) ও রুস্তম আলীর পুত্র আলামিনকে (৪২) আটক করে মডেল থানা পুলিশ।

পরে ফারুকের করা মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করলে, বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ইএইচ