নগরকান্দায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ট্যাগ অফিসারের দায়িত্বে ইউপি সদস্য

ফরিদপুর প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০২:০৪ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। এসময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান খলিল।

চালের ওজন মাপার জন্য কোনো ডিজিটাল স্কেল দেখা যায়নি। ডিজিটাল স্কেল ছাড়াই বালতিতে মেপে মনগড়াভাবে চাল বিতরণ করা হচ্ছে। ভিজিএফ চাল পাওয়া একাধিক উপকারভোগী তাদের চাল ডিজিটাল স্কেলে মেপে দেখেন, জনপ্রতি  ১০ কেজি চাল না দিয়ে, গড়ে  ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ট্যাগ অফিসার আখলিমা আক্তার বলেন,  আমি অসুস্থ থাকায়, ফোন করে ইউপি সদস্য খলিলুর রহমানকে দায়িত্ব দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ট্যাগ অফিসার থাকা বা না থাকা আমার বিষয় না।  আমি আমার অফিসের লোক পাঠিয়েছি, বিষয়টি দেখার জন্য।

রামনগর ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডলকে ফোন দেওয়া হলে তিনি মিটিং-এ আছেন বলে ফোন কেটে দেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির বলেন, বিষয়টি জানা নেই,খোঁজ দেখতেছি।

বিআরইউ