বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৮:১৭ পিএম

৯ দিন বন্ধ থাকার পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। 

শবে কদর, ঈদ- উল- ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটি শেষে ৯ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকল থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।এদিকে আমদানি রপ্তানি চালু হওয়ায় স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মচঞ্চলতা। 

তবে বন্ধের দিনগুলোতে পুলিশ ইমিগ্রেশন চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক। 

আরএস