সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলা চালিয়ে যেতে হবে: এমপি বাবুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৪:৫৪ পিএম

যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। ক্রীড়া মনকে আনন্দে মাতিয়ে শরীর সুস্থ রাখতে সহায়তা করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলা চালিয়ে যেতে হবে।

শুক্রবার সকালে যশোরের অভয়নগরে মর্নিং স্পোর্টিং ক্লাবের আয়োজনে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নিজ নিজ সন্তানদের খেলাধুলায় অংশ নিতে উৎসাহ দিতে হবে।

মর্নিং স্পোর্টিং ক্লাবের সভাপতি গৌতম কুমার দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, খুলনা বিএল কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান মল্লিক নওশের আলী, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার হোসেন, রবিউল ইসলাম মিলন, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রওশন কবীর টুটুল, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজসহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও দর্শকবৃন্দ।

এর আগে সকালে মর্নিং স্পোর্টিং ক্লাবের ১ ও ২নং দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ফলাফলে খেলা শেষ হলে টাইব্রেকারে ৫-৪ গোলে ১নং দলকে হারিয়ে ২নং দল চ্যাম্পিয়ন হয়।

ইএইচ