হালদায় ইউএনওর অভিযানে ঘেরাজাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৭:০৮ পিএম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে উপজেলার গড়দুয়ারা, উত্তর মাদার্শা ও দক্ষিণ মাদার্শা এবং পার্শ্ববর্তী উপজেলা রাউজান সীমান্ত এলাকার নদীর বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ইউএনও বলেন, অবৈধভাবে মাছ শিকারের উদ্দেশ্যে পাতানো ৩টি ঘেরাজাল জব্দ করা হয়েছে, যার পরিমাণ প্রায় দেড় হাজার মিটার হবে।

তিনি আরও বলেন, সামনে কার্প জাতের মা মাছ ডিম ছাড়বে, বর্তমানে হালদায় মা-মাছের আনাগোনা বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাল বসিয়ে মা-মাছ শিকার করছে। তাই নজরদারি জোরদার করেছে প্রশাসন। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে আইডি এফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা সহযোগিতা করেন।

ইএইচ