মাছ ধরার উৎসবে মেতেছে ফটিকছড়িবাসি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৫৩ পিএম
ছবি: আমার সংবাদ

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি খালে রাবার ড্যামের পানি ছেড়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের জমাটবদ্ধ এই পানি ছেড়ে দেওয়ার পর খালে মাছ ধরতে ভিড় করেন স্থানীয়রা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকেই মাছ ধরতে ছুটে আসে শত শত নারী-পুরুষ ও শিশুরা। সরেজমিন দেখা গেছে, হারুয়ালছড়ি রবার ড্যাম এলাকা হতে শুরু করে হাজারিখিল-পাটিয়ালছড়ি এলাকা পর্যন্ত মশারি, হাত জাল, বেড় জাল, ঝাঁকি জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে সকলেই ব্যস্ত মাছ ধরতে।

অনেকেই আবার মাছ ধরার দৃশ্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন। মাছ শিকার করতে আসা নুরুল আলম বলেন, পুটি মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া, রুই, মৃগেল জাতীয় মাছের পাশাপাশি ছোট মাছও ধরা পড়ছে খালে প্রচুর পরিমাণে।

মাছ ধরতে আসা মুসা মিয়া বলেন, প্রতি বছর মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি হারুয়ালছড়ি খালে মাছের পোনা ছাড়া হয়, তাহলে মাছ ধরার উৎসবটি আরো জমে উঠত।

হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি (রাবার ড্যাম) ও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, প্রতি বছর এই সময়ে রবার ড্যামের পানি ছেড়ে দেয়া হয়। 

এবার, কৃষকের পানির চাহিদা শেষ, ইতোমধ্যেই ধান কাটা শুরু হয়ে গেছে। প্রতি বছরের ন্যায় এ বছরও স্থানীয় ও আশেপাশের গ্রামের লোকজন এসেছে মাছ ধরতে। হাটুজলে শত শত লোক একসাথে মাছ ধরছে এমন দৃশ্য দেখতে ভালোই লাগে।

বিআরইউ