বাল্যবিবাহ বন্ধ করে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১১:৩৭ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন।

শনিবার বিকালে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

পাশাপাশি কনের পিতাকে বাল্য বিয়ের আয়োজন করায় ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, অপ্রাপ্তবয়স্ক এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কনের পিতাকে ৫ হাজার জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযুক্ত ব্যক্তি মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ের যাবতীয় কার্যক্রম করবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।

অভিযানে জাফতনগর ফাঁড়ির পুলিশ, ইউপি চেয়ারম্যানও স্থানীয় জনগণ সার্বিক সহায়তা করেন।

ইএইচ