নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৪, ০২:৫০ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২০২৪ অর্থবছরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী ১৫০ জন প্রান্তিক চাষিদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাগরপুর মো. শাহানুর হোসেন, পরিদর্শক পাট অধিদপ্তর টাঙ্গাইল মো. জহির রায়হান, রমেশ চন্দ্র সূত্রধর, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নাগরপুর মো. সাইদুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা টাঙ্গাইল সদর মো. ওবায়দুল হক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক নাগরপুর মো. নুরে আলম জয়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

ইএইচ