উপজেলা পরিষদ নির্বাচন

ফুলগাজীতে বিপুল ভোটে হারুন মজুমদারের জয়

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৯:৩৪ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাচনের ফাঁকা কেন্দ্রে ২৬ হাজার ৮শ ৬১ ভোটে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (কাপ- পিরিচ) প্রতীকের প্রার্থী হারুন মজুমদার।

বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রগুলোতে অল্প সংখ্যক ভোটার উপস্থিত দেখা গেলেও ২৭ হাজার ৬শ ৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাফরুল্লাহ ভুঁইয়া (চিংড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭শ ৭৫ ভোট।

এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অনিল বণিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুবুল হক কালা পেয়েছেন ৭ হাজার ২শ ৬৫।

এ পদে অংশগ্রহণকারী ৫ জন প্রার্থীর মধ্যে পরাজিত অপর ৩ জনের আব্দুর রহিম পেয়েছে ৩ হাজার ৮শ ৯১, সাইফ উদ্দিন শাহীন পেয়েছে ২ হাজার ৬শ ৮৮, পরিমল চন্দ্র রায় পেয়েছে ৩ হাজার ১শ ৯৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভোটের আগেই একজনকে জয়ী ঘোষণা করা হয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৫ শত ৭১ জন। ৬টি ইউনিয়নের ৩২টি কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয়েছে ২৯ হাজার ৩শ ৩০টি। যা মোট ২৭ দশমিক ৭৬ শতাংশ।

ইএইচ