নাটোর সদরে রমজান ও নলডাঙ্গায় রবিউল চেয়ারম্যান নির্বাচিত

নাটোর প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৩:৫৪ পিএম

নাটোরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ। নাটোর সদর উপজেলা নির্বাচনে ১১৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে কাপ পিরিচ প্রতীকে শরিফুল ইসলাম রমজান ৩৪ হাজার ৭৯৭ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বি রিয়াজুল ইসলাম মাসুম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮৫৩ ভোট। এছাড়াও জামিলুর রহমান মিলন আনারস প্রতীকে ২৬ হাজার ৬৭১ ভোট, মোস্তারুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩৫ ভোট এবং ইশতিয়াক আহমেদ হীরা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে মো. শরিফুর রহমান ২৯ হাজার ১৭৯ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল সাকিব বাকি চশমা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৩৪ ভোট।

এছাড়া নাজমুল হোসেন সর্দার মাইক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯ ভোট, উড়োজাহাজ নিয়ে মো. আমিরুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৭৩৭ ভোট, টিউবওয়েল প্রতীক নিয়ে মো. আব্দুর রাজ্জাক ডাবলু পেয়েছেন ৬ হাজার ৩৭০ ভোট ও বই প্রতীক নিয়ে মো. আফছার আলী প্রামানিক পেয়েছেন ৬ হাজার ১৬ ভোট ।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে কামরুন্নাহার কাজল পেয়েছেন ৬০ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা. শেফালি আক্তার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৭০৪ ভোট।

নলডাঙ্গা উপজেলা নির্বাচনে ৫৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মো. রবিউল ইসলাম জোড়া ফুল প্রতীকে ১১ হাজার ২৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. তৌহিদুর রহমান লিটন কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৭১৭ ভোট। এছাড়া সর্দার আফজাল হোসেন কৈ মাছ প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৫৮৮ ভোট, আ. আলিম দোয়াত কলম প্রতীকে ৯ হাজার ১২৯ ভোট, এস,এম ফিরোজ উদ্দীন আনারস প্রতীকে ৪ হাজার ৭৪৩ ভোট, আহমদ আলী শাহ ঘোড়া প্রতীকে ২ হাজার ৩৩৩ ভোট, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মোটর সাইকেল প্রতীকে ২ হাজার ২০৫ ভোট, খন্দকার জুয়েল ইমাম টেলিফোন প্রতীকে ২ হাজার ৪৯ ভোট এবং মো. জিল্লুর রহমান হেলিকপ্টার প্রতীকে ৫৮৪ ভোট পেয়েছেন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আনিছুর রহমান লিখন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৩৬ হাজার ১০৫ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হান্নান আহমেদ হাসান চশমা প্রতীক নিয়ে ২৪ হাজার ৫২ ভোট পেয়েছেন। এছাড়া সজীব ইসলাম জুয়েল তালা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৯১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামিমা হক রোজি পদ্মফুল প্রতীকে ২৮ হাজার ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাদিজা খাতুন ফুটবল নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১৯৯ ভোট। এছাড়া আনজুমান আরা হাঁস প্রতীকে পেয়েছেন  ৯ হাজার ৯১২ ভোট।

ইএইচ