হাটহাজারীতে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে প্রসাধনীর বিজ্ঞাপন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৬:৫০ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞাপন করা হয়েছে একটি প্রসাধনী কোম্পানির। 

বুধবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় ঘণ্টা পর ছাত্রীদের নিয়ে ৪র্থ ঘণ্টার পরিবর্তে এই বিজ্ঞাপন কার্যক্রম পরিচালনা করে একটি কোম্পানি। সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ক্লাস বন্ধ করে সচেতনতার কথা বলে সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিজ্ঞাপন করা হচ্ছে। ঐ স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে সকল ছাত্রীদের তৃতীয় তলার বড় কক্ষে একসাথে গাদাগাদি করে বসিয়ে এমন কার্যক্রম করতে দেখা যায়। গুরুত্বপূর্ণ ক্লাস বাদ দিয়ে এমন কার্যক্রম করার কোন নিয়ম না থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা অফিসকে অবহিত না করে বিজ্ঞাপনের অনুমতি দেন ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভ্রা দত্ত বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করছে তাই আমরাও করেছি। এগুলো শিক্ষা অফিসকে অবহিত করার কথা আমার জানা নেই। ক্লাস কার্যক্রম বন্ধ রেখে বিজ্ঞাপন কেন? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। বিষয়টি জানতে বিদ্যালয়ের সভাপতি খোরশেদুল আলম চৌধুরীকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাঈনুদ্দিন মজুমদার বলেন, উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা অফিসকে অবহিত না করে এ ধরনের কার্যক্রম করা আইনবহির্ভূত এবং অপরাধ। আপনার মাধ্যমে জানতে পেরেছি শীঘ্রই বিষয়টি নিয়ে একটি মিটিং করে সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ধরনের কার্যক্রমের যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক করা হবে। 

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তায় এবিএম মশিউজ্জামান বলেন, ক্লাস কার্যক্রম বন্ধ রেখে বিজ্ঞাপন করা মোটেও উচিত হয়নি। এমন কার্যক্রম করতে হলে সংশ্লিষ্ট অফিসকে জানিয়ে করতে হবে। ক্লাস বন্ধ রেখে এধরনের কার্যক্রম যদি হয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরএস