গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
বুধবার রাত ১০টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিজেও গোপালগঞ্জে হামলার শিকার হন।
নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের একটি আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। সারাদেশে ছাত্রলীগের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামিরা সেখানে অবস্থান করছে। তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “‘গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কেউ প্রোগ্রাম করতে পারবে না’—এই মিথকে এনসিপির সমাবেশ চ্যালেঞ্জ করেছে এবং ভেঙে দিয়েছে। আমাদের কর্মীদের পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। এই হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।”
তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের “সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনে” পরিণত হওয়ার অভিযোগ তুলে বলেন, “তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে গোপালগঞ্জসহ দেশের কোনো মানুষ নিরাপদ থাকবে না।”
এনসিপির আহ্বায়ক জানান, “জাতীয় নাগরিক পার্টি ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে—এই চ্যালেঞ্জ আমরা নিয়েছি। বৃহস্পতিবার ফরিদপুরে আমাদের নির্ধারিত সভা হবে এবং পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। এই কর্মসূচি কোনোভাবেই ঠেকানো যাবে না।”
তিনি আরও বলেন, “পহেলা জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রত্যেক জেলায় গিয়ে স্থানীয় মানুষের সমস্যা শুনছি এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিচ্ছি। আজ (বুধবার) গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা সেখানে পরিকল্পিতভাবে আমাদের কর্মসূচিতে হামলা চালিয়েছে।”
হামলার বিস্তারিত তুলে ধরে নাহিদ বলেন, “সমাবেশ শেষে আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা চালায়। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আমাদের লক্ষ্য করে হামলা করে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনা সদস্যদের ওপরও তারা আক্রমণ করে।”
তিনি জানান, “নিরাপত্তা বাহিনীর সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় পৌঁছাতে সক্ষম হই। হামলার কারণে মাদারীপুর ও শরীয়তপুরের আজকের (বুধবার) পথসভা স্থগিত করা হয়েছে।”
এ সময় এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করা ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা এবং খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
ইএইচ