রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে যুবকের মৃত্যু

জাহাঙ্গীর আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৭:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে পানি ঢুকানোর সময় সেচ পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাহাবুব ওরফে মিস্টার (৩৮) নামে  এক যুবক নিহত হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া চেংমারি চোচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মিস্টার ঐ এলাকার খমিরউদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে,ঘটনার দিন সকালে মিস্টার তার পুকুরে বৈদ্যুতিক সেচপাম্প থেকে পানি ঢুকানোর জন্য যায়। পুকুর পাড় ঘেঁষে চলে যাওয়া সেচপাম্পের তার বিদ্যুৎতায়িত হলে মিস্টার সেই তার সরিয়ে দিতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরএস