রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল, বাজার এলাকা এবং নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন নেতৃত্ব দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, মুসা কাজল, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, এ্যাড. সাইদ খোকন, নুরুল ইসলাম পনির, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সুলতান শরীফ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক গোলাম হায়দার মামুন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এবং মহানগর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্যে আফরোজা খানম নাসরিন বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই কর্মসূচির মধ্যে নাগরিকদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছে। এই বার্তাগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করছি।"
তিনি আরও বলেন, "যদি এই ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।"
ইএইচ