বাবুগঞ্জে বিনামূল্যে আউশ ধান ও সার বিতরণ কার্যক্রম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:২০ পিএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খানপুরা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ।

এ প্রণোদনার আওতায় ১৫০ জন কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ইউরিয়া এবং ১০ কেজি টিএসপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোমানা শারমিন রিপা (সঞ্চালক), ইসলাম আন্দোলনের সভাপতি হাফেজ মো. রহমত উল্লাহ, রহমতপুর ইউনিয়ন বিএনপির মো. আব্দুল করিম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “আমাদের প্রধান খাদ্য ভাত। ধান উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। আউশ ধান ১০৫-১১০ দিনের মধ্যে কাটতে পারায় এটি দ্রুত চাষযোগ্য। এ প্রণোদনা কৃষকদের আগ্রহ বাড়াবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, “এই আউশ ধান চাষে প্রতি কৃষক বছরে গড়ে ২০ মন ধান উৎপাদন করতে পারেন। আমি নিজেই মাঠে গিয়ে প্রতিটি কৃষকের ধানখেত পরিদর্শন করব।”

তিনি আরও বলেন, এই প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। কেউ যদি প্রাপ্ত বীজ ও সার বিক্রি করেন, তবে তা দুঃখজনক ও অনৈতিক।

নগরবাসীর প্রত্যাশা, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আউশ ধানের আবাদ ও উৎপাদন আরও বাড়বে এবং কৃষকরা লাভবান হবেন।

ইএইচ