গাজীপুরের পূবাইলে গণপিটুনির পর কারাগারে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর মহানগর শাখা।
বুধবার টঙ্গীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপুল সংখ্যক আলেম-ওলামা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইমাম রইস উদ্দিনকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (শনিবার) গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় বলাৎকারের অভিযোগ তুলে স্থানীয় জনতা হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের ইমাম রইস উদ্দিনকে মারধর করে এবং পরে তাকে পূবাইল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।
মাওলানা তাহেরী তার বক্তব্যে বলেন, "ইমাম রইস উদ্দিনকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এবং তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।"
তিনি অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি উঠেছে।
ইএইচ