চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) পাহাড় ধসের ঘটনায় দুই শিশু নিহত এবং আরও দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন—আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিজবাহ (১২)।
আহত অবস্থায় মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) এবং আবুল কাশেমের ছেলে সিফাতকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতের টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই রোহান ও মিজবাহর মৃত্যু হয়।
এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান আমার সংবাদকে বলেন, “পাহাড় ধসে হতাহতের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।”
ইএইচ