সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি ফেরত, দুই ভারতীয়কে হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:০৩ পিএম

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একইসাথে, বিজিবি কর্তৃক আটক দুই ভারতীয় নাগরিককেও ভারতের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিরলের ধর্মজইন বিওপি সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া নেতৃত্ব দেন।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই দেশের আটক নাগরিকদের পরস্পরের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, ফলে ভারতের পক্ষে বৈঠকে কে ছিলেন, সে তথ্য জানা যায়নি।

এর আগে, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে বিরল উপজেলার ধর্মজইন বিওপি এলাকায় মেইন পিলার ৩২১ এর সাব-পিলার ১১ এর কাছে ধান কাটার সময় বাংলাদেশের দুই কৃষক মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় কডইল গ্রামের বাসিন্দারা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটক ভারতীয়রা হলেন—দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর উপজেলার শালার মোবাইল এলাকার সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু এবং লদু সরেনের ছেলে দিলীপ সরেন।

সীমান্তে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ইএইচ