টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৩:১৩ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি ভাঙারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে গোডাউনটি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমজাদ হোসেনের ভাই আলমগীরের মালিকানাধীন ভাঙারির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় দোকানদার রাসেল বলেন, “আগুন লাগার সময় আমরা আতঙ্কে দৌড়ে বাইরে বের হয়ে যাই। আগুনের তীব্রতায় পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে। বাজারের অন্তত চারটি দোকানের টিন ও মালামালের ক্ষতি হয়েছে।”

টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহিন আলম বলেন, “তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙারি মালপত্র ও ককশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আমরা বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করছি।”

ইএইচ