নারায়ণগঞ্জ জেলার ভূইঘরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস আগামীকাল রোববার থেকে পুনরায় চালু হচ্ছে। এরই মধ্যে গত ৩০ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একদল দুষ্কৃতিকারী ভূইঘরে অবস্থিত পাসপোর্ট অফিসে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এতে অফিস ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং প্রায় ৮ হাজার পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর উপজেলার জনগণ চরম ভোগান্তিতে পড়ে। তখন থেকে পাসপোর্ট সংক্রান্ত কাজে নাগরিকদের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ, কেরানিগঞ্জ ও নরসিংদীতে ছুটতে হতো।
পরে জনসাধারণের ভোগান্তি কমাতে গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিসের সংস্কারকাজ শুরু করে, যা দ্রুতগতিতে শেষ করা হয়। অবশেষে আগামীকাল রোববার থেকে পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। এতে সাত উপজেলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
ইএইচ