বিজোড়া স্কুল অ্যান্ড কলেজ

অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:০৮ পিএম

দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন এবং সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপি-ঘনিষ্ঠ নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, "অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন। বিগত ১৫ বছরে স্কুল ও কলেজটিকে আওয়ামী লীগের কার্যালয়ের মতো পরিচালনা করেছেন। শিক্ষক নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা আয় করেছেন।"

তারা আরও বলেন, "ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান বিজোড়া ইউনিয়নের বাসিন্দা না হয়েও প্রভাব খাটিয়ে সভাপতি হয়েছেন। অধ্যক্ষ মোস্তফা কামাল বকুলের বিরুদ্ধে দুটি মামলা থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রমাণ।"

বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, "অচিরেই ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।"

মানববন্ধনে বক্তব্য রাখেন বিরল থানা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ৭নং হিজড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন, খাদিমুল হক, আনোয়ার হোসেন, ফয়জুর রহমান প্রমুখ।

ইএইচ