হরিণাকুণ্ডু প্রতিবন্ধী স্কুলে ২ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:৪৬ পিএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এনজিও পরিচালিত “মেঘলা আকাশ” প্রতিবন্ধী বিদ্যালয় ও এতিমখানা উন্নয়ন সংস্থায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পের প্রথম দিন রোববার সকাল ১০ টায় এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। হরিণাকুণ্ডুর লোহা পোট্টিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে হাটি হাটি পা-পা করে শুরু হয়ে আজ শতাধিক শিক্ষার্থী ও দশজন শিক্ষক-কর্মচারীর নিয়ে সুনামের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

মেঘলা আকাশ প্রতিবন্ধী বিদ্যালয় ও এতিমখানা উন্নয়ন সংস্থার পরিচালক মাজেদা খাতুনের সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. মোঃ শামিম হোসেন, থেরাপি সহকারী উজ্জ্বল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অডিওমেট্রিশিয়ান ঝংকার আলী।

মেডিক্যাল ক্যাম্পে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, স্টেক প্যারালাইসিস থেরাপি, মেরুদন্ড, কোমর, ঘাড় ও হাড়ের ব্যথার থেরাপি, হাত-পা অবস হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, ঝিনঝিন করার থেরাপি দেয়া হবে।

এছাড়াও, মেঘলা আকাশ প্রতিবন্ধী বিদ্যালয় ও এতিমখানার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিতেই বিশেষ এই আয়োজন করা হয়েছে।

ইএইচ