যুবকের লাশ উদ্ধার: ঘটনার বর্ণনা দিতে গিয়ে এনসিপি নেতা হামলার শিকার

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৪:৩৭ পিএম

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকায় একটি হ্যাচারি থেকে আলী আকবর (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে আল্লাহ ওয়ালা হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের সময় হ্যাচারির মালিকের ছেলে ও এনসিপি নেতা রায়হান কাশেম উপস্থিত সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দিতে গেলে উত্তেজিত জনতার হামলার শিকার হন। পরে হ্যাচারিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হান কাশেমসহ তিনজনকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্যাচারির মালিক রায়হান কাশেম এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য। তার বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় নেতা।

রায়হান কাশেম দাবি করেন, নিহত আলী আকবর ও আরও একজন হ্যাচারিতে মাছ চুরি করতে গেলে তাদের ধরা হয়। এ সময় আলী আকবর দেশীয় অস্ত্র দিয়ে নাইটগার্ডকে আঘাত করলে, আত্মরক্ষায় নাইটগার্ডও পাল্টা আঘাত করে।

অন্যদিকে নিহতের স্বজনদের অভিযোগ, আলী আকবরকে মাছ চুরির মিথ্যা অভিযোগে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে মারধর করা হয়েছিল বলে দাবি করেন তারা।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে হামলায় গুরুতর আহত রায়হান কাশেমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইএইচ